There will be two types of Science Model Competition. One for the students studying in the schools and another one for the students studying in the colleges/universities.

দুই রকমের সায়েন্স মডেল কম্পিটিশন হবে । স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য একরকম এবং কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য আর একরকম ।

The models are to be made by covering the following topics:

নিম্নলিখিত বিষয়ে মডেল বানানো যাবে:

 

For School Students(স্কুল ছাত্রছাত্রীদের জন্য):

  1. The evolution of light bulb (বৈদ্যুতিক বাল্বের বিবর্তন)
  2. Project Oxygen and Third wave of COVID-19 (অক্সিজেন প্রকল্প এবং করোনার তৃতীয় ঢেউ)
  3. Sewage Treatments in Kolkata (কলকাতায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা)
  4. Organic waste to Organic fertilizer (জৈব বর্জ্য থেকে জৈব সার)
  5. Transportation system in 2030 (২০৩০ সালে পরিবহন ব্যবস্থা)
  6. Music and Mental Health (সঙ্গীত এবং মানসিক স্বাস্থ্য)
  7. The history of Battery (ব্যাটারির ইতিহাস)
 

For College Students(কলেজ ছাত্রছাত্রীদের জন্য):

  1. Groundwater management (ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা )
  2. Evolution of life (জীবনের বিবর্তন)
  3. Disaster Management (বিপর্যয় মোকাবিলা)
  4. The Science and Arts behind Insitu Rock Carving in Ajanta Caves (অজন্তা গুহার পাথরের পিছনে বিজ্ঞান ও কলা)
  5. Sky watching and its benefits (আকাশ দর্শন ও এর উপযোগিতা)
  6. Mother Earth in 2030 (২০৩০ সালে মাতৃভূমি)
  7. Chemistry in Green Way (অভিজাত পথের রসায়ন)
  8. Medical Science in Digital World (ডিজিটাল দুনিয়ায় চিকিৎসা বিজ্ঞান)
  9. The Most Beautiful Machine of Nature – EYE (প্রকৃতির সবচেয়ে সুন্দর যন্ত্র – চোখ)
 

The model can be made by maximum of two students.

একটি মডেল সর্বোচ্চ দুই জন ছাত্রছাত্রী একসঙ্গে বানাতে পারবে ।

A total number of maximum 5 models can be made by an institution.

একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫টি মডেল বানানো যাবে ।

There will not be any registration fees for participating in the competition.

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোন রেজিস্ট্রেশন ফি লাগবে না ।

The models are to be demonstrated in virtual mode through Zoom Meeting. The link will be sent in due course.

মডেলটি জুম মিটিং-এর মাধ্যমে প্রদর্শন করতে হবে ।

Students studying at any schools or colleges or universities throughout the West Bengal may participate in the competition.

পশ্চিমবঙ্গের যেকোন কলেজ বা স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ।

No accommodation or food is to be provided to the participating students by the mela committee.

মেলা কমিটি কোন প্রতিযোগীর জন্য থাকা বা খাওয়ার ব্যবস্থা করতে পারবে না ।

Students are required to register their names by entering his/her personal details in the registration form available at the official website of the Mela Committee

মেলা কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের বিস্তারিত বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে ।

Mela committee reserves the sole right to decide the number of models to be demonstrated in a day.

প্রতিদিন কতগুলি মডেল প্রদর্শন করা হবে তা শুধুমাত্র মেলা কমিটি সিদ্ধান্ত নেবে ।

The last date for register in the examination is 16th January, 2022.

আবেদনের শেষ তারিখ ১৬ই জানুয়ারি, ২০২২ ।

The model must be prepared before the time of the demonstration.

প্রদর্শন করার আগেই মডেলটি বানিয়ে নিতে হবে ।

The demonstration of the model will be at the mela premises in between 20th January 2022 to 23rd January 2022.

মেলা প্রাঙ্গনে মডেল প্রদর্শন করতে হবে ২০-২৩শে জানুয়ারি, ২০২০ তারিখে ।

The exact date and time of the demonstration of the model will be informed by the Mela Committee in due course.

মেলা কমিটি যথাসময়ে মডেলটি প্রদর্শনের তারিখ ও সময় জানিয়ে দেবে ।

One team can exhibit at most a single model at their demonstration.

একটা টিম সর্বোচ্চ একটিই মডেল প্রদর্শন করতে পারবে ।

Students may demonstrate their model in Bengali or English or Hindi.

ছাত্রছাত্রীরা বাংলা বা ইংরাজি বা হিন্দিতে মডেলটির বিবরণ দিতে পারবে ।

The models may be kept in the safe custody of the students and mela committee will assist them to make the models safe.

ছাত্রছাত্রীদের নিজেদের মডেল নিজেদের দায়িত্বে রাখতে হবে । মেলা কমিটি এ ব্যাপারে তাদের সাহায্য করবে

All the materials required to develop the model are to be arranged by the students at his/her own cost.

মডেলটি প্রস্তুত করতে প্রয়োজনীয় জিনিসপত্র ছাত্রছাত্রীদের নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে ।

Maximum 5 minutes will be given for demonstration and another 5 minutes for interaction with the Hon’ble Jury Members.

মডেলটি বর্ণনা করার জন্য ৫ মিনিট সময় বরাদ্দ থাকবে এবং সম্মানীয় বিচারকমণ্ডলীর সঙ্গে কথা বলার জন্য আরও ৫ মিনিট সময় দেওয়া হবে ।

To get every update regarding the various activities of the Acharya Satyendra Nath Bose Smarak Bijnan o Prajukti Mela Committee, please visit our official website www. asnbosebijnanmelahedua.in.

আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে নিয়মিত খবর পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট asnbosebijnanmelahedua.in ভিজিট কর ।

For any clarification please feel free to call Mr. Ankit Roy at 70039 92919 and Miss. Rina Roy at 90386 36952 (11 am to 8 pm) or email us at asnbvpmc@gmail.com

যেকোন রকম সহায়তার জন্য যোগাযোগ কর মিঃ অঙ্কিত রায় (৭০০৩৯৯২৯১৯) এবং মিস রিনা রায় (৯০৩৮৬৩৬৯৫২) অথবা ইমেইল কর asnbvpmc@gmail.com